না পারলাম না
পারলাম না সফল হতে; মাঝারিয়ানা থেকে উত্তরণে
রয়ে গেলাম চিরকালের গতানুগতিক গড়পড়তায়  
এও তো এক পরাজয়ের গ্লানি  
এও তো এক চরম ব্যর্থতা!


ঠাকুরের বায়না হয়ে গেছে
শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজও
লিফলেট বিলি আর চাঁদা তোলাও চলছে একযোগে  
তবুও মনটা শরতের ছেঁড়া ছেঁড়া মেঘের মতো
দিগভ্রান্ত  নির্জলা নিষ্ফলা


পুজোটা হবে হয়তো নমো নমো করে  
তবু, যেমনটা ভেবেছিলাম
চেয়েছিলাম যেমনটা
জাঁকজমকে আড়ম্বরে চোখধাঁধানোয়  
হবে না বোধ হয়; তেমন করে
হয়ে উঠবে না একেবারে সেরা-অসাধারণ-একনম্বর  

কি হবে এমন করে শুধু শুধু পথ চলে?
কি হবে এমন করে ধুঁকে ধুঁকে  
কোনক্রমে টিকে থাকা জনান্তিকের জনঅরণ্যের ভিড়ে?  
এ আমার অসফলতা
এ আমার ব্যর্থতা
মধ্যম নয়; উত্তরণ চাই  
দোষ দিয়ে লাভ নেই বিক্ষিপ্ত মনটাকে তাই
সেরাটা কেই বা না চায়!


কে যেন বলে ওঠে কানে কানে
পথ চললে তবেই তো ভালো-মন্দ-মাঝারি
দাঁড়িয়ে পড়লে! বন্ধ পথে সবটুকুই যে নিকষ গাঢ় কালো অন্ধকার