যতই বলতে বলি, “মা মা মা”
হাত পা ছুঁড়ে বিদ্রোহ করে সে,  
-“উঁয়া উঁয়া উঁয়া।”


বুঝলাম, এ এক গভীর চক্রান্ত;  
অসহযোগের
স্বৈরাচার; নবীন স্বরযন্ত্রের    


শুরু হলো লাগাতার আন্দোলন; মা ও সদ্যোজাতের  
অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার পথ পেরিয়ে
বশ্যতা স্বীকার করতে বাধ্য হলো অবাধ্য স্বরযন্ত্র


“মা” ডাকে জয়ী হলো শিক্ষক-মা
ফোকলা হাসিতে বিজয়ী ছাত্র-সন্তান  

বিজয় কেতন উড়িয়ে
জয়ের মুকুট পরে
সফল হলো পৃথিবীর প্রথম ভাষা আন্দোলন