গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে
উদ্বেগে আর উৎকণ্ঠায়;  
আমার কাজটা এমনই
সামান্য ভুলচুক হলেই... ট্রিগারে তর্জনী!


কাজের ফাঁকে ফাঁকে
রক্তে মাংসে কাঁপুনি লাগে তাই,  
হিমেল ঠাণ্ডা স্রোতের শিরশিরানি মজ্জার ভেতর    
জানান দেয়; ঠকঠক...ঠকঠক...ঠকঠক...        


পরিবেশ মন গড়ে। আর সময়; অভ্যেস  
আর সেই অভ্যেসেই; এখন আর তেমন ভয় করে না আগের মতো


ট্রিগার সরে নি
কাজটাও ছাড়ি নি    
বেশ মানিয়ে নিতে শিখেছি; ভয়ের ভয়াল ভয়ঙ্কর!