দিন চললেই হল
জীবন নিয়ে অত ভাবিনে বাপু
জান কয়লা করে খেটে যাবো
রেতে শুলেই ঘুমিয়ে যাবো
স্বপ্নটপ্ন আসেনা কভু
দুবেলা দুটো পেটে গেলেই হয়
আর মাথার উপর তো ভগবান আছেন
তিনি দেখবেন ।


ভগবান কি পরাণ জানে না অথচ ভগবান মানে
আর যাদের টনটনে ভগবান জ্ঞান
তারা কাটমানি খায়
ভগবান কে ব্যবসায় টানে


চাকরিজীবী নেয় বেতনের খোঁজ
ব্যবসায়ী চায় আরো প্রসার
সুবিধাবাদী চায় লোক আরো বোকা হলে
কাঁঠালের কোয়া বেশ খাওয়া যায়  
হিসেবে রাখেনা কৃষক মরেছে কটা
কোন অনাদায়ে
কত চাষের জমি আবাদি হারিয়ে ফাঁপে
জন বসতির বাহারে


টাকায় সব পাওয়া যায় , কিনে খাওয়া যায়
পেটে লাথি পড়লে ,
সে ব্যথা হজমি দায়  
সময় হয়েছে গা ঝেড়ে দাঁড়াও
ন্যায্যমূল্য , কৃষকের আবাদি ফিরিয়ে দাও !
সবুজ আলোর ভোরে  সোনালী ধানের ভিড়ে
তার সুখ হাসি , স্বপ্ন রাশি রাশি
ক্ষুধার রাজ্যের নিরন্তর করে যাক অবসান
তুমি অন্নদাতা প্রভু
সেলাম তোমাকে সেলাম ।