সেদিন আমি হাঁটছিলাম
একাকী নয় তুমিও ছিলে
পাশে নয় আসমানে
আমার প্রেয়সীর নাম আসমানী ।


আর পাঁচটা নারীর মত সে নয়
তার গায়ের রং বড় নীল
আমি ডাকলে সে সহজে সাড়া দেয়না
আমার আলিঙ্গনেও সে ধরা দেয়না
বরং অভিসার লাগি আমাকেই যেতে হয় বারবার


সে বড় অভিমানী
তার অভিমানে প্রকৃতি হয় গম্ভীর
সে যখন রাগে দিগন্তে এলায়ে কালো কেশ
বজ্র নিনাদে , দন্ত করে বিকশিত চতুর্দিক
তার কান্নায় , নামে অঝোরে ধারাপাত
সব কিছু যায় ভেসে  
তবে তার হাসিতে বিকশিত হয় ধরা


তার এই রূপে সে বড়ই গরবিনী
আমি তাকে ভালবেসে
নাম রেখেছি আসমানী ।