আশার নিশান উড়ছে অবিরাম  
পুড়ছে হৃদয় সোনালী রোদ্দুরে
ভাষার খরিদে ভরেছে মুখখানি
রঙিন ফানুস তুলছি আকাশ জুড়ে


মায়ের উঠোন , বকুল তলা কবে
ছেড়েছি সেই শীতল স্নেহের ঘর
কিনতে চেয়েছি বিষয় আশয় তাবড়
দেখাতে চেয়েছি ইমারতের বহর  


খুঁজতে গিয়েই সুখের যতেক লহর
কিনেছি আছ দুঃস্বপ্নের গরল
হারিয়ে আজ আমার যতেক ছিল
ঢেলেছি নীল কণ্ঠে হলাহল


সাধের শরীর যতন করি যতই  
মনের রন্ধ্রে ধরেছে গো ঘুন
যতই বলি প্রেমে পাগল আমি
ভালবাসার করেছি রোজ খুন


লড়াই যুদ্ধ যতই মানুষ করুক
দেখাক যতই সমাজ প্রীতির ফিকির
ভালো মন্দের নয়কো লড়াই মোটে
নিজ অস্তিত্বের তোলা শুধু জিগির ।