এই ভুবনে পৃথিবীর আলো নিতে  
এক জনসমুদ্রের কূলে
অসহায় শিশুর জন্ম ।
শৈশব কাটে আঁচলে , স্নেহ প্রত্যাশায়  
তারপর দিগন্তবিস্তৃত মাঠে স্বপ্ন নিয়ে ছোটাছুটি  
কৈশোর যার আন্দোলিত করে রম্য মুগ্ধতা
আকাশ , বাতাস ,জ্যোৎস্না যাকে  স্নিক্ত করে ।
বৃক্ষ , ফুল ,পশু আর পাখি লয়ে যে খেলা করে
ঝর্ণা , নদী , পাহাড় যার মূর্ছনা জাগায়
যে তরুন একদিন স্বপ্ন দেখেছিল  সোনালী ভবিষ্যতের
যে তরুনের বিশ্বাস ছিল ভালবাসা দিয়ে ,
সব কিছু ধরে রাখা যায়
ব্যবহার দিয়ে সব গ্লানি , কলুষতা মুছে দেওয়া যায়
আশা নিয়ে অলীক দেশের রাজকুমার হওয়া যায় ।


আজ শতাব্দীর কালো বিষে সব তছনছ হয়ে গেছে
সংসারে লেগেছে এক ভাঙনের খেলা  
প্রতিবাদী মিছিলে নামতে ভয়
অদৃশ্য কালো কালের থাবা ,
অন্ধকারে টেনে বর্বর ভাবে ধর্ষিত করে
তার বিবেকের , স্বপ্নের , পরিবারের  
মদের নেশায় আকন্ঠ থাকতে হয়
শিক্ষা নিয়ে ও অশিক্ষেতের তল্পি বইতে হয়  
ভবঘুরের বেশে দ্বারে দ্বারে অনাহারে
ঘুরতে হয়
দৈন্যতা আর বেদনার সাথে যুঝতে হয়
ধর্মীয় কুসংস্কারে অমানবিক হতে হয় ।


এরপর বিষাদে ভাবনা জাগায় তার
সে বড় একা !
স্বার্থপর ভাবে সে ভীষণ একা ।
আগে পিছে কেউ কোথা নেই ।
কেউ এসে একগাছা রশি দিয়ে বলে না
তুই ওঠ জেগে !
এই শতাব্দীর পঙ্কিল হতে ।
আর আজ তার জন্যে আনবে কেউ  এই শতাব্দীর পারিজাত ।  
----------===-----------