সবুজ শাখা এখনো হাওয়ায় দোলে
কলমির দাম হয়েছে যে আজ ধূসর
মাটির পথটি ভরেছে পিচ ঢালাইয়ে
শস্য শ্যামলা হয়েছে ক্রমশ ঊষর
ফিঙে , খঞ্জনা নাচতে গেছে ভুলে
বুড়ো বুলবুলির বুক করে দুরদুর
পাখ পাখালির কললিত কলতান
ময়না , শালিক ভুলেই গেছে সুর
আর ফোটে না শাঁপলা শালুক ফুল
বড় খালটির গভীর সে নীল জলে
পানকৌড়ি আর দেয়না ডুব
বুনোহাঁসগুলি আর ভাসেনা জলে
লোটন লোটন পায়রা গুলি যত
দল বেঁধে সব আসতো আঙিনাতে
চাষবাস আর খাদ্য আহার বিনে
খাদ্য হয়েছে মানুষের রসনাতে
ধবল গাইটি আজ চরে না মাঠে
আর চরায় না রাখাল গরুর পাল
বৃষ্টি বাদলা মেঠো বাউল সুরে
চাষি ও আজ দেয় না মাঠে হাল
ভরা নদীর উজান খরস্রোতে
ছাপায় যখন মরা নদীর কুল
ছলাৎ ছলাৎ ভাটিয়ালির সুর  
দাঁড় টানা সেই মাঝির যে নাই কুল
ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ খানি
তুলসী তলা আলোয় যেত ভরে
শঙ্খ ঘন্টা আর আজানের ধ্বনি
আকাশ বাতাস উঠতো কেমন ভরে
নতুন পরব নবান্ন সেই কোথায়
পায়েস পিঠার কোথায় আমোদ ঘ্রাণ
বাউল , তরজা , যাত্রা - নাটক কই
কোথায় মনসা শীতলা ভাসান
গ্রাম মজেছে ক্রমশঃ শহর টানে
বদলাচ্ছে গ্রামের সে প্রকৃতি
আদব কায়দা বাঙালিয়ানার যেটুক
ইট পাথরে দিচ্ছি করে ইতি ।


------=======-----======------