ব্যস অনেক হয়েছে আর নয় !
এবারে আমাকে একটু বিশ্রাম দাও !
নয়তো দাও অনেক গুলো দিন ছুটি
কতদিন শান্তির ঘুম ঘুমাইনি
একটানা আলিস্যি ছাড়া পর্যন্ত একদিন ঘুমানোর খুব ইচ্ছে
সারাদিন বাতায়নে বসে মেঘের বাহার দেখতে চাই একদিন
তার কথা ভাবতে চাই একটা পুরোদিন
অথবা অবসরে অলস ভোরে নদীর পাড়ে
অনন্ত ঢেউয়ের চূড়ায় ভেসে বেড়াবো একদিন
জলের বক্ষে আলোর উন্মাদ নাচানাচির মাতন খুঁজবো একদিন  


নতুবা দাও আমার কয়েকটা দিন ছুটি
মায়ের কাছে ফিরে কাটিয়ে দেব কয়েকটা দিন
তার করুণ আঁচল তলে স্নেহ কুড়াবো রাতদিন
আর হারানো স্মৃতির টানে বুকের মাঝে রোমন্থন করবো
ধূসর মাঠে সবুজ ঘাসের স্বপ্ন দেখবো কয়েকদিন
পুরোনো বন্ধু চেয়ে আনাচে কানাচে ঘুরবো
কয়েকটা দিন
জোৎস্না রাতে খেলার মাঠটাতে বুক চিতিয়ে শোবো অনেকদিন
হয়তো আমার অবচেতন মনের কাছে শুনবো তখন
আমার জীবন যাত্রা , উত্থান পতন , লাভ লোকসানের গল্প
কি চেয়েছি আর কি পেয়েছি তার উত্তর খুঁজতে গিয়ে
হয়তো আমি তলিয়ে যাবো অতল ঘুমে ।
তখন ডাকলেও জাগবোনা , লাগবোনা আর কোনো কাজে ।