অবহেলায় ও যদি সে ছুঁয়ে দেয় তার আলতো ঠোঁট
তোমার ভালবাসা ব্যাথাতুর আর বিষন্ন পৃথিবী
তখন একলা আকাশ ,পাশে দাঁড়ানো বন্ধু ও  স্বার্থপর
মাটির ঘর , স্নেহ ,পরিজন , চিরসাথী সবাই অহল্যা পাষাণী
চোখের জল বুকে জমার আগে আশঙ্কায় জমে বরফ
সে জল বাষ্প হওয়ার আগে ---
তুমি শতযোজন দূরে তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে
কিছু মানুষ ও তোমার জীবনী খুঁজতে প্রানপন সঞ্জীবনী সুধা খুঁজবে
আর প্রতিবেশী সন্দেহ চোখে চেয়ে রইবে তোমার সান্নিধ্যদের দিকে
বরণমালা , হাততালি অনেক পাবে যদি ফিরে আস মৃত্যুঞ্জয়ী হয়ে
আর যদি তা না হয় তোমার শেষ পরিণতি --
অস্তিত্বহীন বেনামি লাশ হয়ে দফন হবে রাত গভীর হলে  
কোথায় কোন আস্তাকুঁড়ে , কেউ জানবেনা কোনদিন।