কেমন আছ তুমি মা ?
নিস্তব্ধ সন্ধ্যায় বসে একাকি
আজ কি গোধূলি মিশায়ে গেছে রং
বিকেলের পড়ন্ত আকাশ
মিশে গেছে তোমার খোলা উঠানে
জ্বলেনি কি তুলসী তলায় আলো
ফেরেনি কি ওরা কাজ শেষ হলে  
অথবা হাট হতে দলেদলে  
জানি মাগো তুমি আছো অপেক্ষায়
তোমার সন্তান কবে ফিরে


আর মাগো আমি দূর দেশে বড়ই কাঙালি
আজ আর কেউ শোনায় না
দাদুর মত রূপকথার সে গল্প    
আদরে কেউ বুলায় না মাথায় হাত
ভুল হলে কেউ শাসন করে ফেলেনা  চোখের জল  
এখানে সবাই চলে দম দেওয়া ঘড়ির মত ,
কলের পুতুলের মত সময় মেপে
স্নেহ , ভালবাসা , অনুরাগ অনুযোগের সময় নেই
নিজের জগতে সবাই কেমন চরকিপাক খায়
অবসর নাই , ফুরসৎ নাই


তোমার মাগো অনেক সময়
ভাববার , কাঁদবার আর দেখে যাও
নাড়ি ছিঁড়ে ক্রমে দূর হতে দূর চলে যায়
সন্তান সন্ততি  
শতেক কান্নায় , বড় অসহায়
হায়রে সময়
আমি মাগো যত দূর থাকি
তুমি আছো , ঘর আছে , জন্মভূমি আছে মনে
ফিরিবার সাধ নিয়ে বাঁচি
জানি একদিন ফিরতে হবে ঘরে
হয়তো তোমার নয়তো জন্ম ভূমির আঁচল তলে ।