সবচেয়ে সুন্দর নাকি বেঁচে থাকা
এইভাবে কি বেঁচে থাকা যায়
যেখানে শুধু পেটের জন্য লড়াই
মনের জন্য , জীবন ভরের সুখ তাও নয় !
ক্ষণিক সুখ , স্বার্থপরতায় লোভ জুলজুল


ধর্ম করতে চাইলে ধর্মান্ধতার ধ্বজ্জাধারী
ভেকধার্মিক রাঙায় শানিত চোখ
শ্রেণীভেদে ঈশ্বরের নামে করে যারা অনাচার
মানব সেবিতে গেলে ,জনসেবক --
রাজনীতির চতুরতা দিয়ে বাঁধিতে আসে ধেয়ে
ঝাণ্ডাধারে মিশতে না যদি পারো দলে
হয় একঘরে নয় রক্তপাতে মিশে যাবে লাশ হয়ে ।


যদি প্রকৃতিকে ভালবেসে চাও তার কাছে
ইট পাথরের বর্ধিষ্ণু এ জগতে , চাঁদ ডোবে অন্তরালে ,
আর আগুন সূর্য মুখ টিপে চেয়ে হাসে ।
হলদে ঝলসানো পাতায় বসেনা ভোরের পাখি
শুকনো ফুলের বনে ভ্রমর করেনা ডাকাডাকি
ধোঁয়ার আবেশে বিষাক্ত বাতাস কেঁদে কয়
না খেয়ে তুই মরে যাবি সুখ পিয়াসী ,
জীবন যুদ্ধে ছলে বলে কৌশলে
টিকে থাকাটাই জীবন ।