আজ সুযোগ সন্ধানী ব্যাকুল নেকড়ের মত
অপেক্ষায় আছি পশুরাজের আদেশের অপেক্ষায়
দাঁত নখ নিজ চামড়ায় ঘষে ঘষে তুলে নিচ্ছি ধার
এটা কোন উপমা নয় বরং আমাদের আজকের দশা


গ্রাম বাংলা আর শহরের জনপদে অবিশ্বাসের ভিড়
সন্দেহের চোখে তাকায় সবাই সবার মুখের দিকে
কে যে কার দলে ,কার হয়ে যুদ্ধে নামবে বোঝা বড় দায়    
রক্তে রক্তে শিরায় শিরায় হীনমন্যতার অসুখ


বিবেক বুদ্ধি অচল , বিকল জ্ঞান , বিদ্যা ,উপলব্ধি
যেন সব উৎসর্গ করেছি কর্তৃপক্ষকে  
এর কারণ ও অতি নগন্য সামান্য স্বার্থ সিদ্ধি লাগি
কিছু ভেট , কিছু দয়া দাক্ষিণ্য , অনুদান পাওয়ার লাগি ।


যে সনাতনী ধারায় পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল বাস এতকাল
সেই মানুষ স্বত্বায় আজ রাম রহিমের বিভাজন হয়  
আর সেই জিগিরে বদ্ধ উন্মাদ হয়ে ---
আমরা নিজেরা নিজেদের রক্ত নিয়ে খেলি হোলি ।


ধর্ম আর কর্ম কে মিলিয়ে দিয়েছে মহারাজ মহা চতুরতায়
এইভাবে ফায়দা তুলে টেকাবে তার আকাঙ্খার মসনদ  
কথায় বলে রাজনীতি , রাজার নীতি বুঝতে পারি , ধরা বড় দায়
মূর্খের মত কলের পুতুল হয়েই আমরা নেচে গেলাম তার আঙুলের ডগায় ।