ওমা -- মা ---
কি খাবো দে?
আলুমাখা রয়েছে ভাতে ,
নয় জল ঢেলে গেল !
আমি খাবুনি
তোর বাপেরে রাজ ভোগ আনতে ক
শুকনো ভাত আলু কপ কপ
চোখ বেয়ে আসে জল।


কাঙাল করেছে যারে!


রিক্সার পাদানি ঘোরে
সারাদিন চাঁই চাঁই
ঘামের বিন্দুটুকু ও শোষে রোদ  
রোজকার কামাই হাতে গোনা
নুন আনতে পান্তা ফুরায়
তারপর নেশাটুকু সকাল সন্ধ্যে
গাঁজার ছিলিম বিনা দম মেলেনা
তাই সবই তো উপর ওয়ালা !


কাঙাল করেছে যারে!

চার ছেলেপুলে মরদ সোহাগী  
নেশাড়ু রিক্সাওয়ালা বর
অভাবে ও ছেলে মেয়ে খিচুড়ি স্কুলে
সারাদিন ঘরকন্যা আর ঠোঙা বুনে
কোটরাগত চোখ
তুলসী তলায় প্রদীপ জ্বালে
সংসারের মঙ্গল কামনায়
চোখে নামে জল ।


কাঙাল করেছে যারে!


এতো কাঙালের কাঙালীপনা
যে কাঙাল সেবার আড়ম্বরে
তার কাছে মিছে কাঙালীর ভজনা ।