অন্তরের প্রেম কখন ফুরায় না
এই নীল আকাশ,সুনীল জলধি
আলোর উষ্ণতা, মাটির ঘ্রাণ
ফুলের সৌরভ, পাখীর কলতান
জন্ম থেকেই দেখেছি কতবার
আর প্রেমে পড়ি ততবার যতবার দেখি
যেখানে আত্মার টান, মননে মননে
দুদন্ড শান্তি দেয় আমার চিত্তকে অবিরাম
এক অমোঘ আহ্বানের কুহেলিকায়
কাছে ডাকে দুর থেকে বারেবার
যতবার তার কাছে আসি তত বারি ভালোবাসি
সে যেন গড়েছে বাসর ঘর মোর লাগি
শয্যা করেছে রচনা, ফুল পল্লবে ,কখন বা বালুতটে
ইন্দ্রের অমরাবতীর মত মদীর ময়
কাশ,শাপলা ,শালুক,পদ্মে সেজেছে ঝাড়বাতি
দোয়েল , কোকিল ধরেছে যে সুর
খঞ্জনা বারে বারে ঘুঙুর বেঁধেছে পায়
নেচে নেচে ক্লান্ত হয়ে ফিরে গেছে বহুবার নীড়ে
আমি ও দেখে দেখে বলেছি চমৎকার
আকন্ঠ করেছি পান রস মাধুরী সুধা
প্রেম যেন বেড়ে গেছে দিনে দিনে
নিবিড় প্রেমের ফসল স্বরূপ আমি
জন্মেই দেখি প্রেমের মাতৃ ভূমি
অদৃশ্য প্রেমের মায়াজালে বাঁধা এই প্রাণ
যত আরো দেখি জড়িয়ে পড়ি প্রেমে
আরো বাঁধে মোরে সুকঠিন বাহুর ও বন্ধনে
এই দেহ নশ্বর হয়ে মিলাবে এক দিন
এই মাটি , এই জল , এই বায়ুতে
তার আগে কুড়াবো যত আছে প্রেম ।
--------------------------------------