জ্বলন্ত আগুন রঙা , সিগারেট ঠোঁটে
তোমার বাউন্ডুলে স্বাধীনতা ,আমি দেখেছি রমা  
আঙুলের লকলকে কালারিং ডগায় বিয়ারের ক্যান , চিয়ার্স পার্টি , তাও দেখেছি
নারী স্বাধীনতার মূর্ত প্রতীক বলে ,
বাঁধিয়ে রেখেছি চুল খুলে রাখা বাইকের পিছনে উদ্দামতার ছবি  
রেড ওয়াইনে ফোলা মুখ , চড়া মেকাপে সানগ্লাস বেশ হিট
তোমার প্রেমিক হওয়ার বাসনা নেই ,
স্বপ্ন ও দেখিনা তোমাকে নিয়ে
তবে সিনেমার নায়িকার মত তুমি বেশ ফিট  
যৌবন নিয়ে জীবনে বেশ উপলব্ধিতে আছো
মাঝে মাঝে মনে হয় তোমাকে খুব শিক্ষা দেই
চিৎকার করে বলি , বাড়িতে কেউ শাসায় না
রোজ তারা কেমনে মেনে নেয় এ উদগ্রতা  
না তারাও এমন স্ট্যাটাস এর প্রতিনিধি
হে ধুম্রবতী ভাবনা কি একবারো আজ নয় কাল
তোমার পেটে জন্ম নেবে কোন আগুন মুখো শিশু
নিজ কৃত কর্ম , ফল স্বরূপ আগুন লাগাবে জীবনে  ,
তখন পুড়বে সংসার আর পুড়ে যাবে মন  
রোজ ছেলে মেয়েটা নষ্ট হবে ,ধর্ষিত হবে
এই শঙ্কায়
রমা তোমার মন নষ্ট হবে আজীবন ।