নষ্ট ঘুমে মিষ্টি সকাল
নবীন বরণ সৃজি
নষ্ট জলে ইষ্ট পূজা
পবিত্রতা খুঁজি
নষ্ট প্রেমে স্পষ্ট মানা
জেনেও পড়ি প্রেমে
নষ্ট পানে দৃষ্টি দিতে
যায়না নয়ন থেমে
নষ্ট মেয়ে গলিতে বাস
জেনে ও যাই রাতে
নষ্ট ছেলে বস্তি বাসী
খিদেতে সে কাঁদে
নষ্ট বলে মিছেই শুধু
করি যে নষ্টামী
নষ্ট মানুষ কেউ নয় যে
হয় আমি নয় তুমি
নষ্ট সমাজ জেনে বুঝে  
করছে সমাজচ্যুত
নষ্ট জীবন ভেবে তখন
হচ্ছে সে বঞ্চিত
নষ্ট কে ও নিষ্টা ভরে
যদি নিয়ত পূজি
নষ্ট নয় কষ্ট বুকে
এই মনেতেই বুঝি ।