প্রিয়তমা ,
আর কতদিন এমন ভাবে বাহিরের আশঙ্কায় চেয়ে রব
আর কতদিন মৃত্যুভয় আমাদের কে তাড়া করে বেড়াবে
আর কতদিন অভুক্ত পেটে ,কর্মহীন বিকলাঙ্গের মত ঘরবন্দি থাকবো
আর কতকাল বা তোমার না ছুঁয়ে প্রেমের বহিঃপ্রকাশ ঘটাবো


আমার প্রশ্ন গুলো অনুরণন ঘটে ,
ধ্বনিপ্রতিধ্বনি তুলে ধেয়ে আসে
আমার দিকে এই মনুষ্য প্রতিনিধির দিকে
আমাদের আবিষ্কার ,অপদার্থতা আমাদের মৃত্যুজ আকর্ষণে টানে
সমস্ত মানব জাতিস্বত্তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়।    
তবু আহাম্মক ! বিবেক দংশায় না , চেতনার বিকাশ হয়না ।


হয়তো একদিন দুঃসময় কেটে যাবে ,
হয়তো রুগ্ন , ক্ষয়িষ্ণু সমাজে , মানুষের হাড় জিরে জিরে কঙ্কালে ,
ধুঁকতে ধুঁকতে নতুন সভ্যতার বিকাশ ঘটবে
সেদিন আবার নতুন করে আমরা কাছে আসবো ,
আবার তোমাকে ছুঁয়ে হৃদয়ের দ্বার খুলবো  
কিন্তু সেদিন ও কি আমরা সুসভ্য হবো ?
অশিক্ষা , অজ্ঞানতা , অমানবিকতার অসুখ থেকে মুক্ত হবো !  
জানি এ প্রশ্নের উত্তর আমরা কোনোদিন ও মেলাতে পারবো না ।