এই শতকে আমি মুখ লুকিয়ে
অন্ধকারে বিরাজ করি
এখন  দু আঙুলের ফাঁকে
রঙিন বিশ্ব কে দেখি ঠিক সাদা কালো


অবাক হই যখন সুশব্দ অভিমানে
সড়ক কাঁপিয়ে ছুটে আসে যুবাদল
পিছনের সিটে আঁকড়ে ধরা মোহ
হাতে বিয়ারের ক্যান , মুখে জ্বলন্ত সিগারেট
উদ্দাম , ভাঙে সব বাধার প্রাচীর ।


আরো অবাক হই যখন !
বিনা তোয়াক্কায় যে কোন সময়ে
এরা বাপ্ - জ্যাঠাদের করে অপমান
মা গুলো জন্ম দিয়েছে বটে
সোনালী ফসলের দিন গুজরানে
আপন জঠরে , মননে ঢেলেছে
অমৃত নয় শতাব্দীর বিষ !


শতাব্দী চলেছে বিষাক্ত সলিলে
অর্বাচীন মানুষ খেলিছে মারণ খেলা
রক্তাক্ত মাটি লয়ে গড়ে বাসনার প্রতিমা
তবে বিসর্জনে যাবে কেউ রাখেনা খেয়াল
পরে সময় গুজরানে ,  দুআঙুলে রাখলেই চোখ  
রঙিন বিশ্বকে মনে হবে সাদা - কালো ।