তোমার কাছে অনেক আমার ঋণ !
সুদে আসলে বাড়ছে দিন দিন
জমে বুকের মাঝে পাহাড় ।


সে পাহাড়ে জমে কালো মেঘ
সে বাতাসে জমা অনেক খেদ
আর মনের আকাশ ভার ।


সে আকাশে যতই ফুটুক আলো
সে মাটিতে যতই প্রদীপ জ্বালো
তবু মুখটি সুখ মলিন !


যে সুখে মন বেঁধেছিলে ঘর
যে টানেতে আপন হল পর
সেথা কোথায় প্রেমে রঙিন ?


যে প্রেমে ওই কলঙ্কিনী রাধা
ছিল জানি কৃষ্ণ প্রেমে বাঁধা
অমর রাধা প্রেমে বিরহিনী ।


সেই বিরহে বিরহী মন খান
গাইছে বসে ভালবাসার গান
বলছে আমি তোমার প্রেমে ঋণী !