সে ফিরে আসলেই ভাবতাম--
পূর্ণিমার চাঁদ বুঝি নেমে এল!
দীর্ঘ দিন পরে দেখা হওয়ায়--
ঠোঁট ফোলানো অভিমানে বুক ভাসাতাম।
শ্রাবণ এসে কবেই চলে যায় বুঝিনা--
তবে তখন বুকের মাঝে বৃষ্টির খবর হত।
ঝরঝর ,নির্ঝর আকুল বরিষনে--
চোখ ছাপিয়ে তোমাকে ভিজিয়ে দিতাম।
আমার চোখের জলে তুমি নির্বাক হয়ে--
আমাকে যতনে বুকে জড়িয়ে ধরতে।
নারীর ভালবাসায় , পুরুষ হয়ে ও
নয়ন কোণ ঠিক চিক চিক করত।
এরই নাম বুঝি পোড়া কপালী প্রেম!
দুটি মনের বিঃশ্বাস আর নিঃশ্বাসের মিল--
যতই দুরে যাও সাত সাগর আর তেরো নদীর পারে--
কাছে ফিরে পাওয়ার বাসনা অন্তমিল।


---------==*******==----------