যৌবন শোভিত প্রেমাম্রমুকুলে
এতকাল লুক্কায়িত ছিল অন্তরালে


প্রেমের ও কিশলয় ফুটে ছিল বটে
কুঁড়ি হতে ফুল হয়ে ওঠেনিকো ফুটে


মধুকর হয়ে তুমি দিলে মাধুকরী
ভবঘুরে প্রেম ডাল ফুলে গেল ভরি


গান গাও কানে কানে লাগে যে হরষ
আরো বড় রমণীয় তোমার পরশ


বক্ষ মোর চায় বক্ষ ধরি বারেবার
আলো হয়ে এসে তুমি ঘুঁচালে আঁধার


প্রেম পিয়াসী আমি মরি প্রেম বিনা
মধুর পরশে বধূ বাজে মন বীণা


মন প্রাণ বধূ আজ দিয়েছি তোমায়
তবে হিঁয়া খানি বধূ দিওগো আমার


রাখিব যতনে বক্ষে চিরকাল ধরি
তুমি সুখ ,তুমি দুঃখ ,তোমা লাগি মরি


শয়নে , স্বপনে খুশী যায় যে বহিয়া
পবিত্র মিলনে সুখ পেল দুই হিঁয়া


দুজনে সৃজিব প্রেম থাকি আজীবন
সাথী তব পাই যেন জনম জনম।