আমরা দেখেছি যারা গ্রামের সেই আঁধার সন্ধ্যা
যেখানে মেঠো কাদা জলে রাখাল  আসে হেঁকে
গরুগুলো মাঠ ছেড়ে সারে সারে যায়  গোয়াল পানে
সন্ধ্যা তুলসীতলায় পিদিমের আলোয় হয় অপরূপা
শঙ্খ ঘণ্টা আর আজানের সুরে বাজে নহবত
ডানার সঞ্চারে পাখি দলে দলে ফেরে নীড়ে  
সোহাগী কেরোসিন শিক্ষা ঘরে ঘরে আলো দেয় ভরে
কিছু পরে মাঠের কিনারে জোৎস্না এলায়ে তার চুল
এক গভীর ভালবাসায় আপন মনে  করে যায় খেলা
বুড়ো পেঁচাটির পাখার শিহরণে ইঁদুরের জোৎস্না মাখা স্বাদ ঘোঁচে  
নীল আকাশ , কালো নদীর জল আর সবুজ ঘাসের মাঠে
ভরে সোনালী সন্ধ্যার অপরূপ নিস্তব্ধতা
গাছের ডাল চুঁয়ে , খড়ের চাল ছুঁয়ে উঠোনে নামানো চন্দ্রিমা
আমাদের বিভোর করেছিল অনেক বসন্ত যেগুলো করেছি গত
এখন সাগর বেলায় শুধু স্মৃতি কুড়ানোর পালা ।