কেমনে মুখ রাখবো তোমার বুকে
   কিভাবে ঠোঁট ঠোঁটের উপর
অসমাপ্ত জীবনের লাইনে
   চোখ কখন রাখবো চোখের ভিতর
সান্নিধ্যে ও অব্যক্ত যন্ত্রনা
   মৃত্যু ভয় বুকের চিলে কোঠায়
পেটে ও আমার ক্ষুধার যন্ত্রনা ,
   তা নিয়ে কি ভালবাসা যায়    
গ্রীষ্ম ,বর্ষা ,হরেক বারোমাস্যায়
   পুড়ছে প্রিয়া আমাদেরই জঠর
আবেগ ভরে ,সকাল সন্ধ্যা রাতে
   না পারছি আজ দেখতে চেনা শহর
স্নেহ প্রেমে মুখোশ সবার মুখে
   আলিঙ্গনে দ্বিধাগ্রস্হ প্রাণ
ভেঙে পড়া বিষাদ জীবনে
   কল্পনায় ও হতাশার গান
সব ভরসার শেষ ভরসা খানি
   সে দেউলে ঝোলে মস্ত তালা
ছোঁয়াচে আর অস্পৃশ্যতার ভয়ে ,
   বন্ধ ঘরে সবার উপরওয়ালা
ফিকে আশা ,মলিন উৎসবে
    নগর আজ  ভরে গেল লাশে
চেষ্টা করছি তাও গা বাঁচিয়ে আমি
  আজীবন থাকতে তোমার পাশে ।