একলা ঘর আর প্রতিরাতে
মনে হয় একপাশে জগতের সব
আর পারে ,আমি ভীষণ একা
চোখে জগতের বিষাদিত সর্ষেফুল
নিকষ অন্ধকার যেন বিদ্রুপ করে
আর টেনে নিতে চায় তার লকলকে জিহ্বায়
ক্রমশঃ আমি স্থবির হয়ে যাই


তুমি ছুঁয়ে দিলে হয়তো
তখুনি শিরা , ধমনীতে রক্তক্ষরণ হত
আশা , অভীপ্সা , ইচ্ছের চৈতন্য হত
হয়তো মেরুদন্ড সোজা করে
অনন্ত শয্যা থেকে জেগে উঠে
এবার যথার্থ মানুষ হতাম
এক পূর্ণাঙ্গ মানুষ !    


তারপর দেখি আলো ফোটে
পাখিরা ডানা ঝাপটায় ,
জীবনের স্বাদ নিতে শীস দিয়ে গেয়ে ওঠে নতুন ভোরে নব জীবনের গান
আমার সম্বিত ফেরে আর
দুঃস্বপ্নের শেষে এবার ঘুমাতে চাই
ক্লান্তির ঘুম !
পরে কি আছে দেখা যাবে এই ভেবে।