আমি কার প্রতিচ্ছায়ার পানে দাঁড়িয়ে
অকস্মাৎ প্রশ্ন করি অবচেতন মনে হাড়িয়ে।  
উষ্ণ হাওয়ায় প্রতিফলিত স্বর ভেসে আসে
অনুরূপ শব্দের প্রত্যুত্তর ফিরে আসে।
আমি কার প্রতিচ্ছায়ার পানে দাঁড়িয়ে,
অব্যক্ত থেকে যাই অবচেতন মনে হাড়িয়ে।
স্থির দৃষ্টিতে চেয়ে থাকি অধরা নিয়তির পানে
মেঘেরা সব আঁধার নামিয়ে আনে।
নিঃসঙ্গ পথিকের বেশে হেঁটে চলি অন্তহীন পথে
প্রতীক্ষিত অদৃষ্ট থেকে যায় নির্জনতার সাথে।
অকস্মাৎ শুনতে পাই কাহারও অপার্থিব বাণী
সামনে অলঙ্ঘ্য যেও না এখনি।
কে তুমি দৈবজ্ঞ আমায় শৃঙ্খলে জড়াও?
আমি যে অবাধ্য তোমার দৈববাণী ফিরাও।
উষ্ণ হাওয়ায় মৃদুহাস্য ভেসে আসে  
আঁধার সরিয়ে আলোক হাতে কে হেঁটে আসে।  
এ যেন আমার অনুরূপ প্রতিমার পদার্পন
কোন দৈবজ্ঞ নয়, এ যেন আমার চৈতন্যের আগমন।
প্রত্যুত্তর ভেসে বেড়ায় উষ্ণ হাওয়ায়    
স্বীয় প্রতিমা অকস্মাৎ হারায়।