তাংঃ১/১১/২০২২


ছোট্ট একটি নদী ছিলো পুরো গাঁ ঘেঁষে
ডিঙি নৌকা বয়ে যেতো তার স্রোতে ভেসে,
নদীর বুকে জেগে উঠে মস্ত একটা চর
সেই চরের নাম রাখা হয় শমসের নগর।


ছোট্ট দুটি বর্ণ মিলে হলো ফেনী জেলা
এই জেলাতে আছে মোট ছয়টি উপজেলা,
দর্শনীয় স্থান আছে পুরো জেলা জুড়ে
মন যদি চায় তবে দেখে যাবেন ঘুরে।


তার মধ্যে অন্যতম বিজয় সিংহের দীঘি
মেলায় মেলায় মুখরিত রাজাঝির দীঘি,
কাজীর বাগ ইকোপার্ক,হরেকরকম মসজিদ
নানান প্রকার মানুষ আছে, আছেন ধর্মবিদ।


মুহুরি প্রজেক্ট, নিহাল পল্লি, আছে চৌধুরি বাগান বাড়ি
দোয়েল চত্বর, কলেজ ভবন যাবেন চড়ে গাড়ি,
নাম করা ব্যক্তিবর্গ আছে আমাদের জেলায়
যাদের নাম পুরো দেশে এখনো ছড়ায়।


সেলিনা পারভীন,আব্দুস সালাম,জহির রায়হান
এরা তিনজন সারাদেশে পেয়েছে অনেক মান,
ওয়াশফিয়া,খালেদা জিয়া,সৌমি কায়সার
পঞ্চাশ জন ব্যক্তিবর্গ নাম করেছে প্রসার।


তাংঃ১/১১/২০২২