কোকিলের গান শুনে ঘুম ভেঙ্গে যায়
পিঠা, পুলি খেয়ে সবাই আরামে ঘুমায়।
এক ধারে কাশবন বাতাসে দোলায়
ফুল পিঠা খেয়ে দেখে মুক্ত ছড়ায়।
ভাপা পিঠা, ফুল পিঠা, ক্ষীরের পায়েস
মুখে মধু মনের রং আয়েশ আয়েশ
মায়ের হাতের পিঠা খেতে ভারি মজা
ঝিনুক পিঠাটা দেখি আলপনায় সাজা।
গায়ের মেয়েরা বানায় একসাথে পিঠা
ভালোবাসা মনে নিয়ে করে আঁকাজোকা।
ঢেঁকি দিয়ে ধান ভাঙ্গে গায়ের মেয়ে
আঁচলে ছাকিয়া ধান ভাঙ্গে ভাঙ্গে।
রুদ্র মেঘে বাঁধে ঝুটি সারাদিন
বৃষ্টির দেখা মেলে আকাশ জমিন
আলপনায় আঁকা পিঠা বাহারি সাধের
জিভে জল এসে যায় যেন খাদকের।