সভ্যতার গায়ে নতুন রঙের প্রলেপ লাগানোর চুক্তিটা
অদৃষ্টের সাথে করে রেখেছে সময় ।
ঋণাত্মক অসীম হতে ধনাত্মক অসীমের পথে –
সভ্যতার গায়ে পরিবর্তনের প্রলেপ লাগাতে লাগাতে
এগিয়ে চলেছে সময় ।
সময়ের চুল চেরা তুলির আগা দিয়ে
সভ্যতার পটভূমিতে কখনো ফুটে উঠেছে সবুজের সমারোহ ;
কখনো আবার একরাশ জমাট কালো অন্ধকার ।
সেই বিস্তৃত পটভূমির মাঝে
একরাশ জমাট কালো অন্ধকারকে অতিক্রম করার চেষ্টা করে ,
সবুজের সমারোহকে খুঁজে পাওয়ার আশায় –
এগিয়ে চলেছে “মানুষ” নামক অদৃষ্টের হাতের পুতুল ।
বুকে তার একরাশ স্বপ্ন !
স্বপ্নগুলোকে আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে রয়েছে এক আঠালো আবেগ -
যার নাম “মানবিকতা” !
সামান্য উষ্ণতায় জমাট মোম যেমন গলে জল হয়ে পড়ে –
তেমনই সভ্যতার পটভূমিতে ফুটে থাকা জমাট কালো অন্ধকার
বিপন্ন করে তুলেছে মানুষের মানবিকতাকে ।
মানুষের অস্তিত্বের সুতোয় পড়েছে টান !!
অস্তিত্ব রক্ষার সেই চরম তাগিদে
“মানুষ”-এর প্রতিনিধিস্বরূপ “তাঁর” কাছে আকুল আর্তি –
  নিরবিচ্ছিন্ন প্রতিকূলতার জগতে
                      চারিদিকে বিস্তৃর্ণ মরুভূমি !
  তারই মাঝে একটুকরো শান্তির আশায় –
         পথ চলেছি পথহীন পথ বেয়ে ।
                মরুদ্যান হয়ে দেখা দিও “তুমি” ।।