আমি নারী ।
আমাকে পদার্থ ভেবে অপদার্থের দল –
আমার মনে তখন E = mc2 ।
খয়িষ্ণু শরীরের শূণ্যের দিকে চলতে থাকা ভরটা
মিশেছে আলোর গতিবেগের বর্গের সাথে ।
আমার মধ্যে জন্ম নিয়েছে অসীম শক্তি ।
প্রমাণ করেছি , অপদার্থের কোনো অস্তিত্ব নেই বাস্তবে ।
এক আছে , পদার্থ ,- যার ভর আছে , তাই
ভরন-পোষণের আবশ্যিকতা আছে ।
আর এক আছে , শক্তি ,- যা মাথা উঁচু করে বাঁচতে শেখায় ।
আমার মনে এখনও E = mc2 ।
   যেখানে , E = শক্তি ,- আমার শক্তি ;
              m = ভর ,- আমার ভর ,- আমার অস্তিত্ব ,
                     যা নগন্য হলেও শূণ্য নয় ;
               c = আলোর বেগ , যা আমার মনের বেগের সমান ।
অসীম আমার শক্তি –
হলেও বা আমি নগন্য ।
আমি নারী ।।