.   কাল সকালে যদি  দেখি ,
     সূয্যিমামা দিয়ে ফাঁকি
উদয় হলো উল্টো আকাশ থেকে ;


     আঁধার ভরা অমানিশি ,
     তাও আকাশে ভরা শশী
টুক দিয়ে যায় সবায় ডেকে ডেকে ।


   আকাশ যদি হয়ে অবুঝ
   পরলো জামা গায়ে সবুজ ,
গাছ গুলো সব বদলে হলো নীল ;


    গরু বাছুর শূণ্যে ওড়ে ,
  রুই কাতলা ডাঙায় ঘোরে ,
জলের মাঝে সাঁতরে বেড়ায় চিল ।


   নদী যদি উজান বয়ে
  সাগর হতে পাহাড় ছুঁয়ে ,
মাঝ গাঙেতে গজিয়ে ওঠে তীর ।


   ঘন বনে তরু কোথা !
  বালিয়াড়ী ভর্তি সেথা !!
মরুভূমে গাছগাছালির ভীড় ।


   এমন আজব কাণ্ড হলে ,
     মহাজোটে সদলবলে
বন্দ্যো মোদী সিং ও ইয়েচুরি ;


   আরো যারা সঙ্গে আছে
  ত্রুটি স্বীকার তাদের কাছে ,
বিনা নামেও নেইকো তাদের জুরি ।


গোটা সমাজ উঠবে জেগে ,
বলবে সবাই ভীষণ রেগে –
দেশটা বুঝি গেলো  রসাতলে ;


    তাও এমন কত শত
  হচ্ছে দেদার ইচ্ছে মতো ,
তবুও দেশ নিজের পথে চলে ।


    দিন ডাকাতি, পুকুর চুরি ,
     কেলেঙ্কারী ভুরি ভুরি ,
করছে ফাঁকা উজাড় রাজার কোষ ;


    কেউ যদি তার খিদের তরে
   এক মুঠো ভাত পেটেয় ভরে ,
পান থেকে চুন খসলে পরেই দোষ ।


   মনের ভেতর হাজার ক্ষত ,
      মুখে তবু হাসি শত ,
প্রতিবাদের নেইকো বালাই আজ ;


      উন্নয়নের মেকি ছলে
   আজকে গোটা সমাজ চলে
খাতা কলম একশো দিনের কাজ ।।