জোড়া কাক, জোড়া শালিক, জোড়া প্রেমিক যুগলের দল,
এত জোড়া তবু কেন আমি একা বল?
জোড়া আঁখি, জোড়া ঠোঁট, জোড়া রমণীর বুক,
এত জোড়া তবু কেন অন্তরে নাই সুখ?
জোড়া ফুল, জোড়া ফল, জোড়া কবিতার চরণ,
এত জোড়া তবু কেন হৃদয়ে রক্ত ক্ষরণ ?
জোড়া হাত, জোড়া সাঁখা, জোড়া রমণীর কৃষ্ণ বেণী,
এত জোড়া তবু কেন প্রতীক্ষার প্রহর গুণি ?