দিনের পর আরেক দিন কাছে এসে যায় ফিরে
যাবার বেলা কিছুই রেখে যায় না চিহ্নমাত্র
অথবা সেই মোমের আলো যেখানে অতীত ছিলো
স্মৃতির কাছে বন্দী, ভুল পৃথিবী এবং তার
সকল আশা হারানো পথ খুঁজতে চায় না আর
দিনকে দিন রাতের দিকে চলে যেতে চাই আজ
বিগত সব কাজের কথা ভুলে যেতে চাই শুধু
নগর নয় সাগর জয় করে যেতে চাই আমি
রাতকে রাত অচেনা হাতে তুলে দিতে চাই
আমার সুখ আমার ব্যথা ধরে রাখতে চাইনে
চোখের দেখাদেখির শেষ সাধ বলছে বিদায়
উপরে উঠাউঠির ভালোবাসা বুকের মানুষ
আমি তো নই, আমার লাশ নিয়ে বড়াই করিনে
তবু বলে রাখছি আশা কম সেদিকে যাবার।