ভয়কে জয় করতে পারা না পারা ভেতরে
মিছিল আর স্লোগান ধরে উঁচিয়ে পতাকা
চলতে হবে সামনে শুধু পেছনে পড়বে
আদির যত গুণকীর্তন মহানাম ব্রত
সভ্যতা খুলেছে দুয়ার ঐ দেখা যায়
সময় ছুটছে ভীষণ অবাক করে
মন্ত্রপাঠে ব্যস্ত থাকলে হরতালে লাভ কি
এই কথা আজ জেনে গেছে অনেকেই
সাদা কালো লিঙ্গ ভেদাভেদ ভেঙ্গে খান খান
এমনটা হবে এটাই সত্যের এক দফা এক দাবী
ধর্ম কর্ম রাজনীতি কোন পথে বিশ্বব্যাপী
চলছে কিভাবে খতিয়ে দেখার প্রয়োজন
অনিবার্য হয়ে গেছে অনিদ্র পলাশ ফোটাবার
গণ চোখ সেই কথা বলছে এখন তাই।