ফুল পাখি নদীর বিপদ ছিলো খুব কাছে
ছিলো গান একদা তোমার সুরে পরাজিত
সে কথা বেগমতির তীরকে অস্থির বানায়
ফুলের পাপড়ি ছড়াবে
পাখির গান অভিমানে
নদীর আবেগ জড়াবে
তাজমহলের জানা ইতিহাস ভুলে যাও
ভুলের স্বরাজ কামনা করছি নির্ভয়ে
তুমি যদি চাও হে সূর্যমুখী
সে ফুল পাখি নদীর ঘাটে যেতে
তারকাটা দুঃখে ভেসে যাবে লোকসুখ
তোমার ছেঁড়া ছবি দেখে হাসবে
হৃদয় খুনী সমতট নিবাসী
সেই পুরনো প্রেমিক পাপী।


(চমৎকার সাহস)