কিছুই হলো না কিছুই হয় না এভাবে সেভাবে
মেঘের ধমকে বিজলী চমকে বিরুক্তি বাড়ায়
দরিয়ার পানি ছলাৎ ছলাৎ চিৎকার তোলে
পূর্বের আকাশ নড়ে চড়ে বসে রক্তিম খেয়ালে
গড়ল ভেলের ভরাডুবি দেখি নিকট জনের
নিছাদ ঘরের নিকানো উঠোন দেখতে পাইনে
রাধে সাবধান যখন ভাটির জোয়ার আসবে


সাত মনিহার ছিটকে পড়বে কোথায় কে জানে
এমন ভাবনা কাছে থাকা ভাল সাহস বাড়বে
রাতের জটিল প্রহর ছোঁবে না কৃষ্ণাগ্নি মাঠ
সজোর তুফানী বাতাসে ভ্রান্তির যোগাসন ধরে
মায়ার শহর একাকি উদাস বৃন্দাবন মনে
পাগলা কানাই দ্রোহের অনলে ছারখার একা
চিত্তহারী মেঘ বালিকা বিললিত দাঁতে হাসবে।