নব জাতকের সংগ্রাম বুকে বাড়ছে বিক্ষোভ
জীবনের মুখে এসে গেছে রাত জল ছবি তাই
দুয়ারে দাঁড়িয়ে অবাক চোখের শিকার হচ্ছে


বিদায়ী প্রহর প্রভা সব
বিলাপ ছড়িয়ে যেতে যেতে কি যেন বলছে
আবার বলছে এবার তাহলে যাই ফিরে যাই
অচেনা ‘অনাদি অতীতের কাছে যাই’
ভালোবাসা যেখানে নাই যাই সেখানে যাই


যেখানে আদিম ইচ্ছেরা বাড়াবে না হাত
ছোঁবে না হৃদয় টানবে না চিরহরিৎ অমল প্রাণে
ডাকবে না কেঁপে কেঁপে ওঠা বৈশাখী কণ্ঠমালা
তরল পবনে বিজলী ছটায় গোলাপ বাগানে ঝড়
তুলবে না বলবে না এসো আমার ভিতরে যাই


এই সব ছেড়ে এখন অনেক দূর এসে গেছি
ফিরে যাবার সমূহ লোভ পালিয়েছে
ছড়িয়ে গেছে বারুদ কণা পথে পথে
সেই পথ আজ আমার কাছে সা-রে-গা-মা-রে
ধা-ধি-না-নাতিন নারে জীবনকে জ্বালিয়ে যাই।


(চমৎকার সাহস)