আসে বৈশাখ আসে যৌবন ক্ষেতে ও খামারে ঘরে পরে
হাসে বণিক পাবে বকেয়া পাওনা হবে যে পরিশোধ
মহামতি আকবর বর্ণিল করেছে পহেলা বৈশাখ
সেই থেকে আজতক বৈশাখের অর্নিবার আয়োজন
চলছে ধণিক বণিক-শ্রমিক-মজুর চাষীর ঘরে
আনন্দ ঝরছে এদিক ওদিক-সোচ্চার সবার কণ্ঠে
ঝড়ের বারতা হঠাৎ করেই আকাশময় ছুটছে
ভয়ের কিছুই নেই রয়ে যায় আশঙ্কা ভাঙ্গাগড়ার
হাজার বছর পরেও মলিন হয়নি একটুখানি
দিনান্তে শ্রীধর হয়েছে বিশ্বের এখান সেখান জুড়ে
বীর বাঙালীর গর্বগাঁথা এ মাস থেকেই যাত্রা শুরু
হিমালয় পাদদেশে সুন্দর বনের অনিন্দ্য আহবান
সত্য চির সত্যানন্দ জাগিয়ে যাবেই দেশ দেশান্তরে
মর্তলোকে স্বর্গসুখ দিবে ধরা হাতের মুঠোয় এসে।