বসন্ত গণমনে নিরজনে অন্য রকম
কেউ দেখেনা কারোটা বুঝে না কিছুই
এভাবেই চলছে সেই অনাদিকাল থেকে
হেরফের নেই যে এমনটাই জনশ্র“তি
আনন্দ বর্ষায় দুঃখের আহাজারি নিয়ে
আবেগ অতুল মূর্ছনা অতীক ভেতরটা
জুড়ে থাকে চিত্তদহ রাত্রি দিন শুধু
কৃষ্ণচূড়া ঠোঁটে হাসির দম ফাটে না তবু
অবাক ভূভাগ অস্থির নাচের মুদ্রা খুঁজে
অক্লান্ত ঢেউয়ের উচ্ছাস একদা হারায়
বসন্ত বকুল ঝিমায় জাবর কেটে মরে
আরেক বসন্ত প্রত্যাশায় উঠে আসে বিনাশ
চায় না অন্ত প্রান্তর বসন্ত সীমানা রেখা
আকাশ ফুঁড়ে খুশীর বিস্ফার লাটাই ঘুড়ি।