বৃষ্টি পাগল বৈশাখ এখন
চাতক চোখে গর্জায় অদূরে
মাধবী লতা পাতার বাহারী
রূপ লাবণ্য পুড়ে ছারখার
আসে না কাছে ভিজে না কিছুই
এমন কেন বৈশাখ অচেনা
জনের মত তুফানী মেজাজ
করে ফিরছে যখন তখন
হাতের কাজ যেমনটা ছিল
তেমনি পড়ে থাকছে আলস্যে
কালি ঝুলির বৈশাখ কোথায়
ফিরে এলেই বেঁচে যেতো রুদ্র মন।