এক জীবনের চরাচরে কথার কথায়
আসল নকল বুঝে ওঠা দারুণ কঠিন
সত্যাসত্য জানা যায় কি-না সঠিক উত্তর
সদাশয় প্রশ্ন বিদ্ধ রয় সেকাল একাল
সৃষ্টির ধাঁধাঁয় ঘুরপাক খায় সব কিছু
আদি অন্ত এই পথে হেঁটে চলছে মানুষ
ব্যর্থ পুরোভাগে অনুতাপে সাগর মথিত
স্বচ্ছ ঝর্ণা জলে স্নান শেষে ঝরে আনন্দাশ্রু
চিত্তহারী মত্ত হরিণের ব্যাকুল চরণ
পলকে অদৃশ্য হলে কাটে নেশার ধকল
বিচঞ্চল বৃক্ষ বেঁচে থাকে সকরুণ বোধে
বছর বিদায় হাসি মুখে বৃষ্টি প্রত্যাশায়।


(রমণীয় স্বাধীনতা)