‘একদিন যেখান থেকে দুর্গন্ধ বের হতো আমার
পরিণামে দেখি সেখান থেকেই আবার সুগন্ধ বের হয়
বুঝিনা এ আমার দুর্ভাগ্য না সৌভাগ্য’।


তোমার যেখানে দুর্গন্ধ ছিলো কে সেই ভাগ্যবান
হঠাৎ তোমাকে সেখানে সুগন্ধের সন্ধান দিল
যখন তুমি এই অমৃতের সাক্ষাৎ পেলে
তখন তোমার দেহমনে সেকি আগুন জ্বলে
উঠেছিল দাউ দাউ সে খবর কেউ কি রাখেনি
যাকে তা রাখার সুযোগ দিয়েছো সে মহা মানব
সুবর্ণ পুরুষ বটে এই দেশ মাটি মানুষের


আরেক জন তোমাকে দেখে দূর থেকে
বুঝে গেছে সব শেষ স্বাগত সকাল
এখন পড়ন্ত বিকেলের কাছাকাছি
তাকে তুমি কি দিয়ে ঠেকাবে বলো
অবশেষ কি আছে তোমার কাছে
হায় তোমার লাল দরিয়ায়
আজ বেলা অবেলায় কেন জলছবি কাঁদে
আর যে কেঁপে কেঁপে ওঠে না বৃন্দাবন
কৃষ্ণের শাণিত তীরের ছোঁয়ায় ওগো রাধে।