গিয়ে দেখবো নেই ছিলো যা এইতো সেদিন
জল নড়েছে তবু নড়েনি এমনি সহজ
ততোধিক যে তিনি ছিলেন আপনি সরল
আকাশ মাটির চেয়ে উদারতা ছিলো
তার অভীরু জীবন পণ জাগরণে


গিয়ে দেখবো নেই তিনি নেই যেমনটি ছিলেন
কাঁচা চুলেতে পড়েছে সফেদ চিরুনি
বলিরেখা আরো মেলেছে শাখা-প্রশাখা
ভরাট ঠোঁটে চুপ হাসি শিথিল পায়ে বলছে বিদায়


ভাতে কাপড়ে কষ্ট নেই তবুও হাজার দুঃখ কেনো
খুবি ফিস ফাস করছে তার দুই কানের কাছে
বয়স বেশী নয় খামোখা বার্ধক্যের পায়চারি
তার দেহমনে চলছে যতক্ষণ পারে!


গিয়ে দেখবো লাল দীঘিতে শাপলার হাসি
পোড়া মাটির পায়ে নতজানু চাইছে ক্ষমা
চেনাজানা মুখের ভাষা সব পালটে গেছে
গোয়ালচামটের করজোড় দিনের ছবি
চরের মানুষের ভিড়ে খুঁজে পাবে না ঠাঁই
তা হলে আমি যাই পড়িমরি বেগে যাচ্ছি
গিয়ে দেখবো নেই ছিলো যা আমার হৃদয়ে।