নীল সাদা উদার অক্লান্ত আকাশ
এই হেমন্ত স্পর্শে চোখ ছুঁয়ে যায়
রাধারমণ সন্ধ্যার সামান্য আগে
সূর্য ডোবার বিচিত্র রংমহল
অশান্ত কথার ভেলকি বাজির তোড়ে
নিউট্রন বলের নিঃসঙ্গ চাঁদ তারার
মেঘকে দেখে সলাজ আড়ালে
সহসা চলে যাবার ইচ্ছেটা মানানসই
বলে ধরে নিতে হয় ঠিকঠাক ভাবে
কাজের ফাঁকে ফাঁকে দূর নীলিমায়
দৃষ্টি ছুঁড়লে বক পাখির উড়ে চলা
বালুচরের সাদা কাশবন হন্যে
বাউল বাতাসে ভূ-তটে ঝুকে পড়ার
দৃশ্য সস্তা দামে ভাল কিছু পাবার
শখ শহরতলীর কৃষ্ণ যুবকের কাছে
মনোহর লাগে বেশ কৃত্রিম নয়
অকৃত্রিম আজ কাল এখানে এখনো।