ভালোবেসে আঘাত খেয়ে হারিয়ে যাওয়া নদী
কাছে এসে আর কোন দিন বান ডাকতো যদি
দেহের ভাজে লুকিয়ে রাখা দ্রাক্ষারসের ঘাটি
হেলাখেলায় অবহেলায় উজান জোয়ার ভাটি
বারোমাসের ছয়ত্রিশ দিন কেবলই সাগর ভাসা
শেষ হয় না হায় চাতক পাখি মিটবে কি তোর আশা
হৃদয় দিয়ে হৃদয় নিয়ে বিদায় বেলা নাচে
তিন তাসের খেলায় মেতে তার পরে কি আছে
জানতে চিনতে আঘাত হানতে দুঃখ কিসের আর
চাইনে কিছুই যাইনে কোথাও মেনেছি এবার হার।