মেঘ যায়
বাতাসের হাতে গোলাপ ছড়িয়ে
চোখ যায় নিশিভোর দোভাষী বাগানে


চারুকারু জীবনে বাজ পাখিরা এখন
বলে যায় কাহিনীর চেয়ে সরল আকাশ
বড় বেশী প্রয়োজন তাই


তুমি যাও সাগরের কিছু রূপালি ভাষণ
শুনে আসো বারুদের জ্বালা হৃদয় গভীরে
পরিচিত শোক সভা ডেকে বলুক এসেছি


রাত যায় যেতে থাক, চোখে দিবস হনন
এককথা তুমি যাবে যেতে থাকবে সাগরে
একা একা জলহীন শুধু জলের সোহাগ
বুক পেতে নেবে আর দেবে ঝিনুক গোলাপ


হিংস্র আদিম ভোরাই যৌবন ছুঁয়ে
বলবে আরও অধিক পাবার কথা
আমূল পাবার দ্বন্দ্বে ছন্দ তুলে
হারায় হারাবে অনাচাষী হৃদয় গ্রাম।


(চমৎকার সাহস)