আসে শরৎ যদি না যায়
দিন অদিন সমস্ত দিন
এই ভরা ভাদ্রে সে এলো না
হয়তো আসবে দিনকে অদিন করে
দৃশ্যটা করুণ কত বেদনা বিধুর
হৃদয় ভাঙ্গার গানে মুখরিত
মগ্ন প্রাণ ছুঁয়ে যাবে দূর নীল নীলিমা
তরল পবনে নতমুখী কাঁশবন
হাঁসফাস চিত্ত নাদে বালুচরে
একলা দুপুরে সান্তনা খুঁজে মরবে
তার অধিক কিছু করার স্বপ্ন সাধ
কেবল বোকা পাখির ধোকা ছাড়া
অন্য কথা ভাবা যায় না অন্তত:
এমনটা আসার কোন মানে হয় না
আদি অনাদি এমনি করে আসে
আসতে হয় নিয়মের নাম কীর্তন
কণ্ঠে তুলি জামাই আদরে এই ভাদরে।