অভাবের গা ছুঁয়ে বলছি সুখে আছি
বাজারের আগুন দেখতে ভালোবাসি
আগুনের ভালোবাসা নয় কানামাছি
খেলা দেখে কখনো হাঁটছি পাশাপাশি
অভাবের ঠিকানা দিয়ে কি হবে আজ
আকাশের বিকাশবিহীন বসে থাকা
পোশাকের গোপন আদলে নত ভাঁজ
লাল ফিতে অযথা হৃদয়ে পুষে রাখা
অভাবের পা ছুঁয়ে বলছি আর নয়
অতীতের অকাল বৈশাখ রজনীর
অনিকেত একদা আবার পরাজয়
কাছে টেনে বারুদ বিভাস সজনীর।