অবহেলা ভুলে গিয়ে দেখে আসি
বলা আছে তাও জানি যেতে চাই
কেন যেতে যেতে তবু ফিরে আসি
বাধা নেই তাও জানি, যেতে চাই


যাবার বেলা আগুন খেলা শুরু হয়
ভেতরে জ্বলে উঠে দেখি খাঁ খাঁ মাঠ
শুকনো নদী, অবাক চোখে কি যেনো কি
বলতে গিয়ে থমকে যাই, যেতে হয়


কত যে অভীরু অসহায় সারাক্ষণ
এইতো সেদিন থেকে কত কাছাকাছি
সাধ নেই দেখার তা নয় দেখতে যাইনে
তুমি আজ ডাইনে সে কথা বলতে চাইনে


শুধু চোখের দেখা দেখে আসতে চাই
কথা হোক বা না হোক দেখা যদি পাই।


(চমৎকার সাহস)