কয়েকটি সূর্য ছোঁয়া মুখ দূরে এসে দেখছি
অবিরাম আমার চোখ থেকে যাবতীয় সজাগ
লুফে নিয়ে বলছে ভয় নেই
ভয় নেই ভয়ের ঘর বাড়ি
আমাদের খুবই পরিচিত, সময়ের কলজে
ছিঁড়ে ফেড়ে দেখার বেলোয়ারী মুখোমুখি এইতো
কয়েকটি সূর্য ছোঁয়া মুখ হৃদয়ের সবটা
খাসজমি পত্তন নিয়ে বসে আছে
সারা দুপুর দেখা নেই তবুও দেখা হয়
কথা নেই তবুও কথা চলে
ভাবনার ইথারে চেনাজানা ভালোলাগা হাজার
মধুময় স্মৃতির সিগারেট সারাক্ষণ জ্বলুক
কবিতার আবাদ থেমে যাক যাতনার দাপটে
কয়েকটি সূর্যছোঁয়া মুখ
অজানা অনেক তাদের সরলতা উঁচিয়ে
পথ চলা কথা বলা তবুও থামবে না
জীবন চারাগাছে জল ঢালা আপনি।